বিনোদন ডেস্ক: ভোজপুরির জনপ্রিয় অভিনেত্রী রানি চ্যাটার্জি তার অভিনয়ের জন্য পরিচিত। শক্তিশালী অভিনয়ের পাশাপাশি স্টাইলিশ এবং গ্ল্যামারাস লুকের জন্য প্রায়ই শিরোনামে থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি নতুন রুপে ধরা দিয়েছেন রানী চ্যাটার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা তার ছবিতে দেখা যায়, ফ্লোরাল প্রিন্ট এবং লাল রঙের পোশাকে রানী চ্যাটার্জিকে খুব সুন্দর দেখাচ্ছে। একটি গভীর নেকলাইনের ফুলের হাতা পোশাকে সাহসী পোজ দিয়েছেন তিনি। আরো দেখা যায়, অভিনেত্রী একটি হলুদ রঙের ফুলের পোশাকের সঙ্গে দুর্দান্ত মেকআপ করেছেন। অভিনেত্রী ফাউন্ডেশন এবং কনসিলারের নিখুঁত বেস প্রয়োগ করেছেন। লাল লিপস্টিক এবং কালো লাইনারে রানীকে খুব সুন্দর দেখাচ্ছে। খোলা চুলে রানীকে খুব সুন্দর লাগছে। রানি চ্যাটার্জি ভোজপুরি চলচ্চিত্রের শীর্ষ অভিনেত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় রানি। তিনি প্রায় ৪৮টি সিনেমায় অভিনয় করেছেন। বর্তমান সময়ে বিভিন্ন ওয়েবসিরিজেও অভিনয় করে চলছেন এই আবেদনময়ী অভিনেত্রী। ১৯৮৯ সালের ৩ নভেম্বর মুম্বাইয়ে রানির জন্ম। তুঙ্গারেশ্বর আকাডেমি অফ হাইস্কুলে পড়াশুনা করেন সাবিনা ওরফে রানি। কিন্তু মুসলিম পরিবারে জন্ম হয়ে সাবিনা শেখ থেকে রানি চ্যাটার্জী নামে কেন পরিচিত হলেন? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, ‘ শ্বশুরা বড়া পয়সাওয়ালা’ সিনেমা করার সময় মন্দিরে শ্যুট করতে হয়েছিল। সেই শ্যুটিং এর সময় কয়েকজন সাংবাদিকের মুখোমুখি হন এই অভিনেত্রী। তারা তার নাম জানতে চাইলে পরিচালক বলেন তার নাম রানি চ্যাটার্জী। যাতে কোন ধর্মীয় সমস্যায় না পরেন, তা থেকে বাঁচতেই এই নাম। এরপর থেকেই রানি চ্যাটার্জী নামেই পরিচিত হয়ে ওঠেন সাবিনা সেখ।
Discussion about this post