স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মৌলভীবাজার ৩ আসনের মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান (ভিপি মিজান) বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার ৩ আসনের শেরপুর ও সরকার বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় তিনি বলেন, জননেতা জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে একটি ৩১ দফা কর্মসূচির জনগণের কাছে আমরা পৌঁছে দেব, আগামী দিনে আমরা সরকার গঠন করলে আমরা কি কি কাজ করব সেই কাজগুলো সম্মিলিত একটা লিফলেট আমাদের কাছে আছে সেই লিফলেট আমরা জনগণের কার্য পৌঁছে দেব আমাদের কর্মপন্থা আগামী দিনে কি হবে ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী সংসদ নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে নির্বাচন বানচালের পায়তারা চলছে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে দলের প্রত্যেক নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে যাকে আমাদের দলের চেয়ারম্যান মনোনয়ন দেবেন তার পক্ষে আমরা কাজ করব ইতিমধ্যে আমরা পাঁচ সাতজন মনোনয়ন চেয়েছি দলের সিদ্ধান্ত চূড়ান্ত এর বাইরে আমাদের কোনো বক্তব্য নেই দল যাকে মনোনয়ন দেবে আমরা তাকে নির্বাচিত করব এবং ৩১ দফা দাবি আমরা জনগণের কাছে পৌঁছে দেব এবং সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী নির্বাচন সফল করব ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটি’র সদস্য মোশাররফ হোসেন বাদশা, সদস্য জেলা বিএনপি,মহিদুর রহমান হেলাল সদস্য জেলা বিএনপি, মাহমুদুর রহমান সদস্য জেলা বিএনপি, আব্দুল হক সদস্য জেলা বিএনপি,মাহবুব ইজদানি ইমরান সদস্য জেলা বি এন পি স্বাগত কিশোর দাস চৌধুরী সদস্য জেলা বি এন পি, সেলিম সালাউদ্দিন সদস্য জেলা বি এন পি, আনিছুজ্জামান বায়েছ সদস্য জেলা বিএনপি, আহমেদ আহাদ সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা, মোনায়েম কবির সদস্য সচিব কৃষকদল মৌলভীবাজার জেলা, রুবেল মিয়া সভাপতি ছাত্রদল মৌলভীবাজার জেলা। ১নং খলিলপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু মিয়া, ২নং মনুমুখ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইমরান আহমেদ সাজু,ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুনুর রশীদ, ছাত্রদল সদস্য কামরুল হাসানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
























































Discussion about this post