শার্শা(যশোর) প্রতিনিধি: যশোরের শার্শায় ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার জামতলা এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণ জব্দ ও পাচারকারীদের আটক করে পুলিশ। সংঘর্ষে আহত পুলিশের মধ্যে, যশোর ডিবি পুলিশের দুজন ও শার্শা থানা পুলিশের একজন সদস্য রয়েছেন। আটক পাচারকারীরা হলেন, কুমিল্লা জেলার হোমনার আবুল সরকারের ছেলে রবিন সরকার (৩২), একই জেলার দাউদকানদির কবির হোসেনের ছেলে আবুল কাশেম (৩৪)। শার্শা পুলিশের নাভারণ সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, কায়বা সীমান্ত দিয়ে বিপুল স্বর্ণ পাচার হয়ে ভারতে যাচ্ছে এমন খবর পেয়ে ডিবি পুলিশ ও শার্শা থানা পুলিশের সদস্যরা জামতলা এলাকায় অবস্থান নেয়। এসময় একটি প্রাইভেটকারে অভিযান চালিয়ে রবিন সরকার নামে একজনের শরীরে ও গাড়ির ইঞ্জিনে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯ কেজি ৭৫৯ গ্রাম ওজনের ৩০ পিস স্বর্ণের বার জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় সাড়ে ৭ কোটি টাকা। পরে রবিন সরকার ও আবুল কাশেম নামে দুই পাচারকারীকে আটক করা হয়। তিনি জানান, অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক পাচারকারীর মৃত্যু হয়েছে। তার পরিচয় এখনো জানা যায়নি। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার সকালে জব্দ সোনাসহ পাচারকারীদের শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
Discussion about this post