ঢাকা: ঢাকা শহরের বহুল আলোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আজ সোমবার (২৭ জানুয়ারি) এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তারি পরোয়ানার তালিকায় ছয়জন পুলিশ সদস্য এবং দুইজন আওয়ামী লীগ নেতা রয়েছেন। তদন্ত সংস্থা তাদের প্রত্যক্ষ সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাজুল ইসলাম বলেন, আজ যাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়েছে, তারা প্রত্যেকেই ঢাকা শহরের অন্যতম চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার প্রমাণিত হয়েছে। তদন্ত সংস্থা চারটি পিটিশনের মাধ্যমে মোট আটজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে, যা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। তবে গোপনীয়তার স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা হয়নি।
Discussion about this post