উখিয়া(কক্সবাজার) প্রতিনিধি: উখিয়ায় মাদক চোরাচালানকারীদের সঙ্গে গোলাগুলির পর ৫ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়েছে বলে দাবী করেছে ৩৪ বিজিবির। বৃহস্পতিবার রাতে মিয়ানমার থেকে আসা মাদকের চালানটি সরবরাহের সময় পালংখালী ব্রিজ এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে বলে দাবি করলে গুলিবিদ্ধ কাউকে আটক করতে পারেনি বিজিবি। কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মেহেদী হোসাইন কবির এই তথ্য নিশ্চিত করে বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান আসবে এমন খবরে পালংখালী ব্রিজ এলাকায় অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালায়। আত্মরক্ষায় বিজিবিও গুলি চালালে তারা পালিয়ে যায়। সেখানে গিয়ে তল্লাশি চালিয়ে একটি ব্যাগে ২৫ কোটি টাকা দামের ৫ কেজি ক্রিস্টাল মেথ পাওয়া যায়। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।
Discussion about this post