আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় এলাকা ডারউইনের উপকূলে অনুশীলনের সময় একটি মার্কিন সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ভি-২২ অসপ্রে হেলিকপ্টারটিতে ২০ মার্কিন মেরিন সেনা ছিল। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার তথ্য নিশ্চিত করে জানিয়েছে, কোনো প্রাণহানি না ঘটলেও একজনের অবস্থা গুরুতর। অস্ট্রেলিয়া প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান মিত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীনের ক্রমবর্ধমান তৎপরতার মধ্যে দেশ দুটি সামরিক সহযোগিতা জোরদার করেছে। গত জুলাইয়ে বৃহৎ দ্বিপাক্ষিক মহড়ার সময় অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের উপকূলে একটি সামরিক হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় চার অস্ট্রেলিয়ান সেনা নিহত হয়।
Discussion about this post