আন্তর্জাতিক ডেস্ক: চলমান ইউক্রেন যুদ্ধ ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে বলে মনে করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার ধারণা ২০২৩ সালের শেষ নাগাদ ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শেষ হতে পারে। এমন ভবিষ্যৎবাণী করেছেন তিনি। খবর-বিবিসির। বর্তমানে দুই দিনের সফরে ভারতে অবস্থান করছেন বরিস। সেখানেই সাংবাদিকদের সঙ্গে চলমান ইউক্রেন যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত জানান বরিস। বরিস জনসন সাংবাদিকদের বলেন, ‘দ্রুত চলমান যুদ্ধ শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। ২০২৩ সালের শেষের আগে যুদ্ধ বন্ধের সম্ভাবনা কম। এটিই হচ্ছে সম্ভাব্য বাস্তবতা।’ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা করে ‘মারাত্মক ভুল’ করেছেন বলে পুতিনের সমালোচনা করেন বরিস। পুতিনের সমালোচনা করে বরিস আরও বলেন, যুদ্ধ বন্ধের পরিবর্তে উল্টো সামরিক অভিযানের প্রশংসা করছেন পুতিন। আর সে ইউক্রেনসহ প্রতিবেশী দেশগুলোতে সামরিক হামলার পরিকল্পনা করছে। বর্তমানে আলোচনার মাধ্যমে চলমান যুদ্ধ বন্ধের সম্ভাবনা নেই। তবে ইউরোপ এবং ইউক্রেনের মধ্যে নিরাপত্তা ইস্যুতে আলোচনা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলেও জানান বরিস।
Discussion about this post