গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১ হাজার ৪৮ বোতল ফেনসিডিলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে গোবিন্দগঞ্জ থানা চত্বরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার কামাল হোসেন। গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার সাহেবডাঙ্গা গ্রামের ইমরান আলী ও একই গ্রামের রবিউল ইসলাম। পুলিশ সুপার জানান, মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক স্থানে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঢাকাগামী একটি মালবাহী পিকআপে তল্লাশিকালে বিপুল পরিমাণ কাঠের গুঁড়ার বস্তা দেখে সন্দেহ হয় পুলিশের। পরে কাঠের গুঁড়ার বস্তার নিচ থেকে কৌশলে রাখা ৪ বস্তা ভর্তি ১ হাজার ৪৮ ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়িতে থাকা ইমরান ও রবিউল নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও জানান, এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদক আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে।
Discussion about this post