আন্তর্জাতিক ডেস্ক: ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলমান রয়েছে। প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ৩৯. ৬২ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছে মোদির বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের তথ্যমতে, বেলা ১২টার কিছু আগে ২৭৫টি আসনে এগিয়ে বিজেপি। অন্যদিকে ২৩০টি আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। শেষ খবর পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের সর্বশেষ প্রাপ্ত ফলাফলের দিক দিয়ে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। মমতা ব্যানার্জীর নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ২১টি বিজেপি ১৭টি এবং কংগ্রেস ২টি আসন পেয়েছে। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতে লোকসভা নির্বাচন এবার সাত ধাপে অনুষ্ঠিত হয়েছে। দেশটিতে বুথফেরত জরিপের ফলাফল এবং দেশটির অনেক গণমাধ্যমই জানিয়েছে, নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার পুনরায় ক্ষমতায় আসতে চলেছে। যদিও কংগ্রেস থেকেও জয়ের দাবি করা হচ্ছে। তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, এবার ভারতের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি ২০ লাখ মানুষ ভোট দিয়েছেন। ভোটদাতার সংখ্যার দিক দিয়ে এটা একটি বিশ্বরেকর্ড। মোট ভোটদাতার মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী।
Discussion about this post