চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সীমান্তে ১৫ দিনের ব্যবধানে আবারো বিএসএফের গুলিতে রবিরুল ইসলাম (৪৫) এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার রাত ১২ টার জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত রবিরুল ইসলাম একই উপজেলার পীরপুরকুল্লা গ্রামের মৃত মইতুল্লা ইসলামের ছেলে। ঠাকুরপুর এলাকাবাসীর সূত্রে জানা গেছে, রবিরুল ইসলাম বুধবার রাতে অবৈধভাবে সীমান্ত পার হয়ে ভারতের রাঙ্গিয়ারপোতা গ্রামে গরু আনতে যায়। তার ৩-৪ জন সহযোগিসহ গরু নিয়ে ফেরার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান রবিরুল ইসলাম। এ সময় তার সহযোগীরা পালিয়ে প্রাণে রক্ষা পান। দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, রবিরুল নামে এক ব্যক্তি নিখোঁজের খবর জানতে পেরেছি। বিজিবি তার নিখোঁজের তথ্য চেয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন বলে জেনেছি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে। চুয়াডাঙ্গা- ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল জাহিদুল ইসলাম সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় জেলার বেনীপুর সীমান্তে বিএসএফের গুলিতে মিজানুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হন।
Discussion about this post