স্পোর্টস রিপোর্ট: ১৫০ রানেই চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে গুটিয়ে গেছে বাংলাদেশ। এ মাঠে নিজেদের প্রথম ইনিংসে বাংলাদেশের এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ভারতের বিপক্ষে দ্বিতীয় দিনটা বাংলাদেশ শেষ করেছিল ২৭১ রানে পিছিয়ে থেকে। শঙ্কা ছিল ফলো অনে পড়ার। তৃতীয় দিনের শুরুতেই যখন নবম ব্যাটার হিসেবে ফিরে গেছেন এবাদত হোসেন, তখন সে শঙ্কাটা বাস্তবে রূপ নিতে চলেছে বলেই মনে হচ্ছিল। মাত্র ১৭ রান যোগ করতে পারলো বাংলাদেশ। ফলে ২৫৪ রানের বিশাল লিড পেয়ে যায় সফরকারী ভারত। ভারতের সুযোগ ছিল বাংলাদেশকে ফলোঅন করানোর। কিন্তু তা তারা করালো না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সিদ্ধান্ত নিলো ভারত। যে কারণে আপাতত ইনিংস পরাজয় থেকে রক্ষা পেয়েছেন সাকিব আল হাসানরা। আগের দিনের ১৩ রান নিয়ে আজ ব্যাট করতে নেমেছিলেন এবাদত হোসেন। আজ সকালে শুধু চারটি রান যোগ করতে পেরেছিলেন তিনি। দলীয় ১৪৪ রানের মাথায় কুলদীপ যাদবের বলে উইকেটের পেছনে রিশাভ পান্তের হাতে ক্যাচ দেন তিনি। ইনিংস শেষে ৫ উইকেট দখল করলেন কুলদীপ যাদব। ১৬ ওভারে ৪০ রান দিয়ে ৫ উইকেট নেন তিনি। মোহাম্মদ সিরাজ নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন উমেষ যাদব ও অক্ষর প্যাটেল। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ রিপোর্ট লেখার সময় কোনো উইকেট না হারিয়ে ভারতের রান ৩৬।
Discussion about this post