গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাঘাটা উপজেলার রশিদুল ইসলাম রানা (৩০) নামে এক শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রশিদুল কামালেরপাড়া ইউনিয়নের ছিলমানেরপাড়ার আব্দুল আজিজের ছেলে ও বগুড়া জেলা শিবিরের আইন ও ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে বগুড়াসহ বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে নওগাঁর মহাদেবপুর উপজেলা শহরের ঘোষপাড়া থেকে রশিদুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানার ওসি (তদন্ত) রজব আলী। তিনি বলেন, রশিদুল ইসলামের বিরুদ্ধে ১৪টি মামলা রয়েছে। এসব মামলায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি আরও বলেন, রশিদুল ইসলাম একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে মহাদেবপুর উপজেলায় চাকরি করছিলেন। ঘোষপাড়ার ওষুধের দোকানের সামনে থেকে গ্রেফতারের পর তাকে সাঘাটা থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্র“য়ারি) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর কথাও জানান তিনি।
Discussion about this post