চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত মাদক বিরোধী অভিযানে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাতে তাদেরকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন-গিয়াস উদ্দিন ও রুবেল ভুঁইয়া। চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী পরিচালক মো. এমদাদুল ইসলাম মিঠুন এর সার্বিক তত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। রবিবার বিকাল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পরিদশর্ক বাপন সেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুর এর নেতৃত্বে গঠিত রেডিং টিম চাঁদপুর সদর মডেল থানাধীন পশ্চিম বিষ্ণুদী মাতব্বর বাড়ী রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সব মাদকের আনুমানিক মূল্য ৪৩ হাজার ৮০০ টাকা। উক্ত মামলায় পরিদর্শক বাপন সেন এই ঘটনায় বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। তিনি বলেন, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।
Discussion about this post