আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুই গাড়ির সংঘর্ষে অন্তত নয় জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নিউ মেক্সিকোর একটি কলেজের গলফ টিমের ছয় সদস্য ও তাদের কোচ রয়েছেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, ১৩ বছরের এক শিশু পিকআপটি চালাচ্ছিলো। ওই পিকআপটি খেলোয়াড়দের বহনকারী গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। গত মঙ্গলবার মুখোমুখি সংঘর্ষের পর গাড়ি দুইটি আগুন ধরে যায়। এই ঘটনায় আহত আরও দুই জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।এনটিএসবি এর ভাইস চেয়ারম্যান ব্রুস ল্যান্ডসবার্গ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘পিকআপ ট্রাকের চালকের আসনে ছিল ১৩ বছরের এক ছেলে শিশু’। তিনি জানান, ট্রাকটির সামনের বাঁ-পাশের চাকা ফেটে গেলে এটি বাঁ-দিকে ঘুরতে শুরু করে আর বিপরীত পাশের লেনে ঢুকে যায়।সূত্র: রয়টার্স।
Discussion about this post