ঢাকা:রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ১২টি বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ। তিনি জানিয়েছেন, বাকি বিষয়েও ঐকমত্য আনার চেষ্টা করা হচ্ছে।আজ সোমবার (২৮ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠকের সূচনা বক্তব্যে এসব কথা বলেন তিনি।ড. আলী রীয়াজ জানান, কমিশনের একক সিদ্ধান্ত নয়, সকলের সিদ্ধান্ত নিয়েই ঐকমত্যে পৌঁছাতে চায় কমিশন। সবার মতামত, সিদ্ধান্ত ও সম্মিলিত স্বাক্ষরের ভিত্তিতেই যেকোনো মূল্যে ৩১ জুলাইয়ের মধ্যে সংস্কার সংলাপ শেষ করে একটি সনদ তৈরি করতে চায় কমিশন।তিনি আরও বলেন, ‘কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো একাধিকবার সংশোধন করা হয়েছে, যাতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। এখন পর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য এসেছে। আমরা বাকি বিষয়গুলোর ক্ষেত্রেও সবার সম্মতি আদায়ের চেষ্টা করছি, যেন দেশ আবারও রাজনৈতিক অনিশ্চয়তার দিকে না যায়। আমাদের লক্ষ্য, একটি ঐতিহাসিক দলিল তৈরি করা—যা ভবিষ্যতের জন্য বাংলাদেশের পথরেখা নির্ধারণ করবে।’ উল্লেখ্য, সরকারি কর্ম-কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত, সংসদে নারী প্রতিনিধিত্ব বিষয়ে সোমবারের আলোচনার বিষয় ঠিক করা হয়। এছাড়াও অমীমাংসিত অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।
Discussion about this post