চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গায় ১১টি সোনার বারসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। বৃহস্পতিবার দুপুর ১২টায় দর্শনা চেকপোস্টে অভিযান চালিয়েছে দুজনকে আটক করা হয়। শুল্ক গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা চেকপোস্ট বিশেষ অভিযান চালানো হয়। এসময় দুই ভারতীয় নাগরিকের জুতার ভেতর থেকে ১১টি সোনার বার জব্দ করা হয়। পরে দুজনকে আটক করা হয়। জব্দ সোনার বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। আটক দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।
Discussion about this post