টেকনাফ প্রতিনিধি: কক্সবাজারের টেকনাফে দুই কেজি আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। মঙ্গলবার ভোরে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়। সকালে সংবাদ সম্মেলনে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, ভোরে মাদকের একটি চালান পাচারের উদ্দেশে টেকনাফের উত্তরে নোয়াখালীপাড়া এলাকায় মেরিন ড্রাইভের সমুদ্র সৈকতের ঝাউ বাগানে মজুতের খবর পাওয়া যায়। এরপর বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে একটি প্যাকেট থেকে দুই কেজি ৬৪ গ্রাম ওজনের আইস পাওয়া যায়। এগুলোর আনুমানিক মূল্য ১০ কোটি ৩২ লাখ টাকা। অভিযানের খবর পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যায় বলে জানান তিনি। উদ্ধার আইস বিজিবি সদরদপ্তরে রাখা হয়েছে। পরবর্তী সময়ে কর্তৃপক্ষের নির্দেশে ধ্বংস করা হবে বলে জানান শেখ খালিদ।
Discussion about this post