ঢাকা: রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মোসা. জেসমিন বেগম ও মো. আসাদুজ্জামান নামে দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ। বিমানবন্দর থানার (ওসি-তদন্ত) মুহা. আসলাম উদ্দিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিমানবন্দর থানার গোল চক্কর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ জেসমিন বেগম ও আসাদুজ্জামানকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বিমানবন্দর থানায় মামলা হয়েছে। সেই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
Discussion about this post