স্পোর্টস ডেস্ক: মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ দিনে আবারও জ্বলে উঠলেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। ন্যাশভিলের বিপক্ষে হ্যাটট্রিকসহ এক অ্যাসিস্ট করে নিজের দল ইন্টার মায়ামিকে ৫-২ গোলের দুর্দান্ত জয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি। শুধু জয়ে নয়, এই হ্যাটট্রিক মেসিকে এনে দিয়েছে আরও এক ব্যক্তিগত অর্জন—২০২৫ এমএলএস মৌসুমের গোল্ডেন বুট। যুক্তরাষ্ট্রের লিগে যোগ দেওয়ার পর এটিই তার প্রথম সর্বোচ্চ গোলদাতার শিরোপা। ২৮ ম্যাচে ২৯ গোল করে সবাইকে পেছনে ফেলেছেন আর্জেন্টাইন তারকা; দ্বিতীয় স্থানে থাকা এলএএফসির ডেনিস বুয়াঙ্গা করেছেন ২৪ গোল। নতুন পরিবেশে খেলতে নেমেও মেসি প্রমাণ করেছেন—বয়স শুধু সংখ্যা, শ্রেষ্ঠত্ব এখনও তাঁরই হাতে।২০২৪ এমএলএসের নিয়মিত মৌসুমের শেষ দিনে নিউ ইংল্যান্ড রেভ্যুলুশনের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন মেসি। আরেকটি মৌসুমের শেষ দিনে এবারের হ্যাটট্রিকের শুরুটা হয়েছে ৩৫তম মিনিটে। জর্দি আলবার কাছ থেকে বল পেয়ে ন্যাশভিলের কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের মুখ থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।এর আট মিনিট পরই ন্যাশভিলকে সমতা এনে দেন স্যাম সারিজ। এমনকি প্রথমার্ধের যোগ করা ষষ্ঠ মিনিটে জ্যাকবল শাফেলবার্গ ন্যাশভিলকে ২-১ ব্যবধানে এগিয়েও দেন। বিরতির পর ৬৩তম মিনিটে মেসি পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা আনেন।এরপর ৬৭ মিনিটে মায়ামির পক্ষে ব্যবধান ৩-২ করেন বাল্টাসার রদ্রিগেজ। ৮১তম মিনিটে আসে মেসির হ্যাটট্রিকের মুহূর্ত। বাঁ পায়ের শটে বক্সের মাঝ থেকে বল জালে পাঠিয়ে এমএলএসে দ্বিতীয় হ্যাটট্রিক সম্পন্ন করেন তিনি।
Discussion about this post