ঢাকা:শেখ হাসিনাসহ শেখ পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দের সঙ্গে এবার ধানমন্ডির সুধাসদন, গুলশানে টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট, সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাটসহ শেখ পরিবারের মোট ৭টি প্লট ও ফ্ল্যাট জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।মঙ্গলবার (১১ মার্চ) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, এতে বলা হয়, রাজউকের ৬০ কাঠার প্লট (দলিলমূল্য ১ কোটি ৮০ লাখ টাকা) এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০ শতাংশ জমিসহ আটটি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ।
একইসাথে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) তথ্য অনুযায়ী, এসব অ্যাকাউন্টে মোট ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পাওয়া গেছে।
Discussion about this post