ঢাকা: জুলাই সনদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও এবি পার্টির নেতারা। রাজধানীতে এক গোল টেবিল বৈঠকে এই আলোচনার প্রধান অতিথির বক্তব্যে ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, হীনস্বার্থে অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিত করতে হবে।শনিবার (২৩ আগস্ট) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জুলাই সনদ, আকাঙ্খা ও বাস্তবায়ন শীর্ষক এই গোল টেবিল বৈঠকের আয়োজক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এতে অংশ নেন বিএনপি, জামায়াত ও এনসিপিসহ অন্যান্য রাজনৈতিকদলের নেতৃবৃন্দ ও এক্টিভিস্টরা।এ সময় জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, এনসিপি ও এবি পার্টির নেতারা বলেন, নতুন বাংলাদেশে নতুন সংবিধান লাগবে।বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, হীনস্বার্থে অভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার বলেন, জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে, এর মধ্য দিয়ে বাস্তবায়নের পথ বের হবে বলে আশা প্রকাশ করেন তিনি।পুরনো পদ্ধতি, প্রতিষ্ঠানিক প্রক্রিয়াই শেখ হাসিনাকে দানবে পরিণত করেছে। সেগুলো পরিবর্তন না করলে, সেই পুরানো পথে হাঁটা হবে বলেও মন্তব্য করেন বদিউল আলম।
Discussion about this post