বিনোদন ডেস্ক: টালিউড অভিনেতা জিতু কামাল বুধবার (৫ নভেম্বর) পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ীর ‘এরাও মানুষ’ সিনেমার শুটিং ফ্লোরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন। তার বুকব্য়থার সঙ্গে কাঁপুনি জ্বর ওঠে। গতকাল কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে। তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল। চিকিৎসকের নজরেই রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকালে হাসপাতালে জিতু কামালকে দেখতে যান অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। এ সিনেমায় জিতুর সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেত্রী।একটি সূত্র জানায়, ‘এরাও মানুষ’ সিনেমার সেটেই অসুস্থ হয়ে পড়েন জিতু কামাল। স্বাভাবিকভাবেই সহঅভিনেতার কুশল সংবাদ নিতে হাসপাতালে পৌঁছে যান অভিনেত্রী শ্রাবন্তী। হাসপাতালে পৌঁছে অভিনেতার সঙ্গে কিছুক্ষণ কথাও বলেন তিনি।এর আগে পরিচালক অংশুমান প্রত্যুষের বাবু সোনা সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল জিতু ও শ্রাবন্তীকে। সিনেমার ফ্লোরের বাইরেও জিতুর সঙ্গে তার দারুণ বন্ধুত্ব দেখা যায়।জানা যায়, জিতু কামালের মাঝে মাঝে জ্বর আসছে, কিছু পরীক্ষা করানো হয়েছে। চিকিৎসক অনুমান করছেন সংক্রমণের কারণে জ্বর আসতে পারে। এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।
























































Discussion about this post