ঢাকা:বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাসপাতালে ভর্তি গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরীকে দেখতে গিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী।রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন অ্যাড. সুব্রত চৌধুরীকে দেখতে গিয়ে তার শারীরিক খোঁজখবর নেন বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব।এ সময় তার সঙ্গে ছিলেন- দলের আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির।
Discussion about this post