স্টাফ রিপোর্টার: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পোষা পাখি ধরতে গিয়ে রেস্কিউ টিমের প্রধানসহ ৪জন সদস্য দগ্ধ হয়েছে। দগ্ধরা হলেন,টিমের প্রধান রবিন(৩৫)মোঃ আতিফ(২২),রুপক (১৮) ও মোঃ শফিকুল ইসলাম (৪৫)। বৃহস্পতিবার(২০ ডিসেম্বর)সন্ধ্যা ছয়টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে দগ্ধ অবস্থায় তাদেরকে সাড়ে সাতটার দিকে দগ্ধ অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। দগ্ধদের নিয়ে আসা রবিনহুড খ্যাত রেস্কিউ’ টিমের লিডার রবিন জানান,আমরা সংবাদ পেয়ে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় যাই।সেখানে বিদ্যুতের তারে বসে থাকা অবস্থায় একটি পোষা পাখি ধরতে গিয়ে রেস্কিউ টিমের আমিসহ আমাদের রেস্কিউ সদস্যরা পাখিটিকে ধরতে বিদ্যুৎ স্পৃষ্টে দগ্ধ হয়।পরে তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে দেওয়া হয়।পরে দুজনকে অবজারভেশনে রাখা হয়েছে, ও রবিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শেখ হাসিনা জাতীয় বার্ন ওপ্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্তব্যরত চিকিৎসক জানান, কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে দগ্ধঅবস্থায় চারজন এসেছে তাদের মধ্যে আতিফের শরীরে ৯৯শতাংশ দগ্ধ হয়েছে, দুজনের ১৫ দগ্ধ হয়েছে,ও বাকি একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মোঃ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,কেরানীগঞ্জের হাসনাবাদ থেকে চারজন দগ্ধ হয়ে এসেছে তাদের মধ্যে ১জনের অবস্থা গুরুতর তাকে ভর্তি দেওয়া হয়েছে ও বাকি দুইজনের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে ও একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসক।
Discussion about this post