ঢাকা:মসজিদুল হারাম ও মসজিদে নববীতে প্রত্যেক ফরজ নামাজের সময় একজন অতিরিক্ত ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। পবিত্র দুই মসজিদের সেবা নিবিঘ্ন করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ আবদুর রহমান সুদাইস। তিনি এরই মধ্যে প্রতিদিন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সূচিতে মূল দায়িত্ব পালনকারী ইমাম ও মুয়াজ্জিনের পাশাপাশি একজন বিকল্প ইমাম ও মুয়াজ্জিন নিয়োগের নির্দেশ দিয়েছেন। মূল ইমামের পাশাপাশি তারাও নামাজের সময় দায়িত্ব পালন করবে। আকস্মিক অসুস্থতার মতো কোনো কারণে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী যদি মূল ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তবে বিকল্প ইমাম ও মুয়াজ্জিন দায়িত্ব পালন করবেন।শায়খ আবদুর রহমান আল-সুদাইস বলেছেন, এই উদ্যোগের ফলে পবিত্র দুই মসজিদের নামাজের ব্যবস্থাপনা আরো শক্তিশালী হবে এবং পবিত্র দুই মসজিদের বৈশ্বিক গুরুত্বও এতে প্রতিফলিত হবে। আর প্রতিটি নামাজের জন্য অতিরিক্ত লোক নিয়োগের ফলে নামাজ ও আজান ত্রুটিমুক্ত হওয়ার নিশ্চয়তা মেলে। সারা পৃথিবী থেকে আগত মুসল্লিদের প্রত্যাশাও এমন থাকে।
Discussion about this post