আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসকে ব্রাজিল ‘সন্ত্রাসী সংগঠন’ মনে করে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। গত শনিবার প্রেসিডেন্ট প্রাসাদে এক সংবাদ সম্মেলনে দেশটির এ অবস্থানের কথা জানান তিনি। পার্সটুডে জানায়, ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, হামাস ফিলিস্তিনের সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিল। তিনি বলেন, ‘ব্রাজিলের অবস্থান পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করলেই কেবল সন্ত্রাসী মনে করে ব্রাজিল। হামাসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেনি নিরাপত্তা পরিষদ। ’ লুলা দা সিলভা আরও বলেন, ‘ইসরাইলের প্রধানমন্ত্রীর কাছে এখন আমাদের চাওয়া গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করা। মনে হচ্ছে, বেনিয়ামিন নেতানিয়াহু ভুলে গেছেন, গাজায় শুধু হামাস যোদ্ধারা থাকেন না, নারী ও শিশুরাও থাকেন। এই যুদ্ধে তাঁরা সবচেয়ে বেশি ভুক্তভোগী। ’ ব্রাজিল সব সময় শান্তির পক্ষে জানিয়ে লুলা দা সিলভা বলেন, ‘এখন প্রয়োজন সংলাপের শক্তি দিয়ে বুলেটের শক্তিকে পরাজিত করা। আমি শান্তির পক্ষে কথা বলে যাব। শক্তিশালী বোমা দিয়ে মানুষ যা করতে পারে, তার চেয়ে কার্যকরভাবে প্রতিপক্ষকে পরাজিত করার সামর্থ্য রাখে সংলাপের শক্তি। ’ কয়েক দিন আগে অবরুদ্ধ গাজায় ইসরাইলের সামরিক অভিযানকে ‘গণহত্যা’ বলেও অভিহিত করেন বামপন্থী এই প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘গাজায় যা হচ্ছে এটা যুদ্ধ নয়, এটা হলো গণহত্যা। এই যুদ্ধে শিশুদের কোনো ভূমিকা নেই অথচ তারা ভুক্তভোগী। ’
Discussion about this post