ঢাকা: হামলা-ভাঙচুরের ঘটনায় মামলা করবে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ। তারা ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণ করে মামলার প্রস্তুতি নিচ্ছেন। মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুর ১২টার দিকে মোল্লা কলেজের সামনে ব্রিফিংয়ে গণমাধ্যমকে এসব তথ্য জানান কলেজটির অধ্যক্ষ ওবায়দুল্লাহ নয়ন। তিনি দাবি করেন, হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের আনুমানিক ৬০-৭০ কোটি টাকার ক্ষতি হয়েছে। সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষের উসকানিতে এমন ঘটনা ঘটেছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে, আজ সকাল থেকে মাহবুবুর রহমান মোল্লা কলেজের নিরাপত্তায় পুলিশ মোতায়েন রয়েছে। পাশাপাশি শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপস্থিতিও রয়েছে। আজ কোনো রকম হট্টগোল নেই। তবে গতকালের ঘটনায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে কলেজ ও আশপাশের এলাকায়। যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোহসীন হুসাইন বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় সেজন্য দুই প্লাটুন ফোর্স মোতায়নে রয়েছে। পাশাপাশি সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।’ সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে কবি নজরুল সরকারি কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা হামলা চালায়। এসময় কলেজ ভবনে ব্যাপক ভাঙচুর চালিয়েছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Discussion about this post