স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলে যোগ দিতে ঢাকায় এসে পৌঁছেছেন ইংলিশ ক্লাব লেস্টার সিটির তারকা হামজা চৌধুরী। দুপুর ১২টার দিকে তার ঢাকায় পৌঁছানোর কথা থাকলেও ফ্লাইট মিস করায় নির্ধারিত সময়ের কিছুটা দেরি হয়। পরবর্তীতে সোমবার (১০ নভেম্বর) বিকেল ৫টার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে যান হামজা, যেখানে বর্তমানে চলছে জাতীয় দলের ক্যাম্প। আজ কোনো অনুশীলন না থাকায় হোটেলেই বিশ্রাম নেবেন বাংলাদেশে জন্ম নেওয়া এই ইংলিশ মিডফিল্ডার।আগামীকাল মঙ্গলবার (১১ নভেম্বর) অনুশীলন করবে বাংলাদেশ দল। সেখানেই প্রথমবারের মতো কোচ হাভিয়ের কাবরেরার অধীনে দলের সঙ্গে দেখা যাবে হামজাকে।এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে আগামী ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। রাজধানীর পল্টনের জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।এর আগে, ১৩ নভেম্বর একই স্থানে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে জামাল ভূঁইয়ার দল। এই ম্যাচে হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
























































Discussion about this post