ঢাকা: হাইকোর্ট এবার নতুন যুগে প্রবেশ করেছে। আর ফাইলের প্রয়োজন নেই। এবার কাগজমুক্ত শুনানি হবে। এমনই উদাহরন সৃস্টি করেছে একটি বেঞ্চ। হাইকোর্টের এক বেঞ্চ কাগজমুক্ত, বিচারপতি বললেন ‘নতুন যুগ’ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চে কাগজমুক্ত বিচারকাজ শুরু হয়েছে। কাগজমুক্ত বিচারকাজ শুরু হওয়ায় বিচারপতি বিষয়টিকে নতুন যুগে প্রবেশ বলে মন্তব্য করেছেন। বিচারপতি আহমেদ সোহেলের একক কোম্পানি বেঞ্চে আনুষ্ঠানিকভাবে প্রথম এ ধরনের বিচারকাজ শুরু হলো। প্রথম দিন দুটি মামলার আবেদন অনলাইনে জমা পড়েছে বলে এজলাসে বসে বিচারপতি আইনজীবীদের জানান। যে দুটি আবেদন জমা পড়েছে তার একটির আইনজীবী হলেন মো. জামিল খান। গত ৩১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন বছর কাগজমুক্ত বিচারকাজ শুরু করার বিষয়ে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের প্রত্যাশার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের মধ্যে প্রধান বিচারপতি ঘোষিত রোডম্যাপের সফল বাস্তবায়নের মাধ্যমে বিচারসেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছানোর জন্য বিভিন্নমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
Discussion about this post