বিনোদন ডেস্ক: ক্যানসারে আক্রান্ত হয়ে হলিউডের জনপ্রিয় অভিনেতা রিচার্ড রাউন্ডট্রি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন অগ্ন্যাশয় ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন রিচার্ড রাউন্ডট্রি। মঙ্গলবার (২৪ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। এ সময় অভিনেতার পাশে ছিলেন তার পরিবারের সদস্যরা। রিচার্ড রাউন্ডট্রির ম্যনেজার প্যাট্রিক ম্যাকমিন এক বিবৃতি প্রকাশ করেছেন। সেখানে উল্লেখ করা হয়েছে, রিচার্ডের কাজ ও ক্যারিয়ার চলচ্চিত্রে আফ্রিকান আমেরিকান পুরুষদের জন্য একটি টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করেছে। শিল্পে তিনি যে প্রভাব ফেলেছিলেন তা অকল্পনীয়। প্রসঙ্গত, বিনোদন অঙ্গনে রিচার্ড রাউন্ডট্রির পথচলা শুরু ১৯৭১ সালে। সে বছর ‘হিট শ্যাফট’-এ অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।
Discussion about this post