হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে গাঁজা সেবনের দায়ে তিন মাদক সেবনকারীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে উপজেলার পৌর মার্কেট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন করার সময় তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াছিন আরাফাত রানা উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই তিনজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন- শায়েস্তাগঞ্জ মহলুল সুনাম এলাকার মৃত আশ্বব আলীর ছেলে আবুল কালাম (৫০), হবিগঞ্জ সদর উপজেলার দরিয়াপুর এলাকার মৃত হেকিম উল্ল্যার পুত্র খলিল মিয়া (৫৫), দক্ষিণ বাহুবলের ছইব উল্ল্যার পুত্র খলিল মিয়া (৩৫)। এ তথ্য নিশ্চিত করে হবিগঞ্জের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক একেএম দিদারুল আলম জানান, গোপন সংবাদে দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার পৌর মার্কেট সংলগ্ন এলাকায় গাঁজা সেবন অবস্থায় ওই তিনজনকে আটক করা হয় এবং তাদের নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডসহ প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
Discussion about this post