হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে প্রায় ৫ কোটি টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে যৌথবাহিনী। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, শাহী জিরা, ফুচকা, দামি শাড়ি, চকোলেট, ট্রাক, মাইক্রোবাস ও বাইসাইকেল।শনিবার (০৬ সেপ্টেম্বর) বানিয়াচং উপজেলার বাঘজোর বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি পরিত্যক্ত গোডাউন থেকে একটি কাভার্ড ভ্যান ও তিনটি ট্রাকসহ ভারতীয় শাহী জিরা ও ফুচকা জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৬ লাখ ৬২ হাজার ৫০০ টাকা বলে জানায় কর্তৃপক্ষ।অভিযানের সময় চোরাকারবারিরা মালামাল ও গাড়ি ফেলে পালিয়ে যায়।এ ছাড়া চুনারুঘাট উপজেলার সাতছড়ি-চুনারুঘাট সড়কের তেলিয়াপাড়া ও জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক পাঁচটি অভিযান চালানো হয়। এ সময় একটি হাইড্রোলিক ড্রাম ট্রাক, একটি হায়েস মাইক্রোবাস ও একটি সাধারণ ট্রাক তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ভারতীয় ফুচকা, জিরা ও চকোলেট জব্দ করা হয়। এসব পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ৬১ লাখ ১৭ হাজার টাকা।বিশেষ অভিযানের পাশাপাশি ৫৫ বিজিবি আরো চারটি পৃথক অভিযান চালায় জেলার কাকমারাছড়া, গুটিবাড়ী, সিন্দুরখান, মনতলা ও হরিণখোলা সীমান্ত এলাকায়। এ সব অভিযানে ৩২ কেজি ভারতীয় গাঁজাসহ বিপুল পরিমাণ ফুচকা ও দামী ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬১ লাখ ৭৫ হাজার টাকা।ঘটনার সত্যতা নিশ্চিত করে ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘দেশের সীমান্ত সুরক্ষা ও সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে।’ তিনি আরো জানান, জব্দ করা সকল চোরাই পণ্য ও মাদকদ্রব্য হবিগঞ্জ কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post