ঢাকা: হাইকোর্ট অভিনেত্রী শমী কায়সারকে জামিন প্রদান করেছেন, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যাচেষ্টার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় অভিযুক্ত ছিলেন। মঙ্গলবার, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই জামিনের আদেশ দেন। শমী কায়সারের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যার চেষ্টা করা হয়। ওই ঘটনায় ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের হয়, যেখানে শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরে, রিমান্ড শেষে তাকে ৯ নভেম্বর ঢাকার আদালত কারাগারে পাঠান।
Discussion about this post