বিনোদন ডেস্ক: দুজন দুই প্রজন্মের। একজন অসংখ্য নাটক এবং বেশ কিছু সিনেমায় কাজ করে তারকা বনে গেছেন বহু আগে। অন্যজন তখন শিশু। তিনিও অভিনয়ে এসে মাত্র অর্ধ যুগের ফিল্মি ক্যারিয়ারে অভিনয় প্রতিভা দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। নাম দুটি তবে বলেই দেই। একজন অভিনেতা মাহফুজ আহমেদ, অন্যজন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। এই দুজন কখনো একসঙ্গে কাজ করেননি। তারা একে অপরের আত্মীয়ও নন। তবু হঠাৎ ‘বসগিরি’র নায়িকা বুবলীর প্রশংসায় মেতে উঠেছেন প্রয়াত হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ ছবির নায়ক সুরুজ মিয়া। তবে এতদিন একসঙ্গে কাজ না করলেও খুব শিগগিরই মাহফুজ আহমেদ ও বুবলীকে জুটি হিসেবে দেখা যাবে ‘প্রহেলিকা’ নামে একটি ছবিতে। ‘প্রহেলিকা’র পরিচালনার চেয়ারে আছেন চয়নিকা চৌধুরী। নাটক বানিয়ে খ্যাতির চূড়ায় অবস্থান করা এই নারী নির্মাতার এটি দ্বিতীয় ছবি হতে যাচ্ছে। এখানে অভিনয়ের ব্যাপারে মাহফুজ আহমেদ এবং বুবলী সবুজ সংকেত দিয়েছেন বলে জানিয়েছেন চয়নিকা। তিনি এও জানিয়েছেন, ছবির নায়ক-নায়িকা কয়েকদিন নিজেদের চরিত্র নিয়ে রিহার্সালও করেছেন। এই রিহার্সাল করতে গিয়েই বুবলীকে খুব কাছ থেকে দেখেছেন একসময়ের তুমুল জনপ্রিয় নাট্য অভিনেতা মাহফুজ আহমেদ। নায়িকার সঙ্গে মিশেছেন, কথা বলেছেন, তাকে পর্যবেক্ষণ করেছেন। এরপর বুবলী সম্পর্কে তার যে ধারণা হয়েছে, সেটাই মাহফুজ আহমেদ দ্বিধাহীন ভাবে ব্যক্ত করেছেন সংবাদমাধ্যমের কাছে। অভিনেতার কথায়, ‘বুবলীকে দেখে বুদ্ধিমতী মেয়ে মনে হয়েছে। এখনকার পৃথিবীতে ভালো চেহারা হলেই হবে না, ভালো অভিনয়ের জন্য মেধাবী হতে হবে। বুবলীকে আমার কাছে একজন মেধাবী অভিনেত্রী মনে হয়েছে। প্রয়োজনে কতটুকু কথা বলা দরকার, কীভাবে বলা দরকার, এসব বিষয়ে বুবলী দারুণ। তাকে আমার পরিশীলিত ও মার্জিত মনে হয়।’ তবে কম গেলেন না বুবলীও। তিনিও প্রশংসায় ভাসিয়েছেন মাহফুজ আহমেদকে। কাজটি চূড়ান্ত হওয়ার পরও নাকি বুবলী জানতেন না যে, এই ছবিতে তার সহশিল্পী মাহফুজ আহমেদ। নির্মাতা চয়নিকা চৌধুরী শুধু বলতেন, ‘বুবলী তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।’ বুবলীর কথায়, ‘এরপর যখন মাহফুজ ভাইয়ের নামটি জানতে পারলাম তখন তো বিশ্বাসই হচ্ছিল না। মনে হচ্ছিল, আসলেই কি সত্যি? কারণ, ছোটবেলা থেকেই মাহফুজ ভাইয়ের অভিনয়ের বড় ভক্ত আমি। তার অভিনয়, তার লুক, তার এক্সপ্রেশন- ভক্তদের কাছে স্বপ্নের মতো। তার সঙ্গে কাজ করতে যাচ্ছি, এটি আমার জন্য বড় পাওয়া।’ প্রসঙ্গত, চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’র গল্প সম্পর্ক নিয়ে। সেই গল্প লিখেছেন পান্থ শাহরিয়ার। এছাড়া চিত্রনাট্য এবং সংলাপও তার লেখা। নির্মাতা সূত্রে খবর, আগামী ১ জুন থেকে শুরু হবে ছবিটির শুটিং। চয়নিকা জানালেন, ‘একটু সময় নিচ্ছি। কারণ, এবার ছবির প্রি-প্রোডাকশনের কাজ নিখুঁতভাবে শেষ করে শুটিং শুরু করতে চাই।’
Discussion about this post