বিশেষ প্রতিবেদন :হজ পালন শেষে দেশে ফিরলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য কামরুল হক।ইমিগ্রেশন পুলিশ শুক্রবার (৫ জুলাই) বিকেলে বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে।জানা গেছে, কামরুল হক সৌদি আরব থেকে পবিত্র হজ পালন শেষে সকাল ৯টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২৩৮ ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় মামলা রয়েছে বলে তথ্য উঠে আসে।এরপরই তাকে আটক করা হয়। গ্রেপ্তারের পর কামরুল হককে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ।কামরুল হকের বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামে। তিনি পেশায় একজন ট্রাভেলস ব্যবসায়ী।
Discussion about this post