ঢাকা: আসন্ন হজে হজযাত্রীদের বিমানভাড়া সর্বোচ্চ ১ লাখ ২০ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। পাশাপাশি সৌদি আরবে অস্বাস্থ্যকর ক্যাটারিং সার্ভিস গ্রহণ না করে বাংলাদেশের হাজীদের জন্য নিজস্ব ক্যাটারিং সার্ভিস চালু করার প্রস্তাব মন্ত্রণালয়ে জানানো হয় হাবের পক্ষ থেকে। মঙ্গলবার (১২ আগস্ট) হোটেল ভিক্টোরিতে হজ ও ওমরাহ ফেয়ার-২০২৫ শীর্ষক আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার। এ দিকে হাব সভাপতি সৈয়দ গোলাম সারওয়ার জানান, মেলার লক্ষ্য হজযাত্রীদের জন্য আধুনিক প্রযুক্তিনির্ভর, সঠিক ও নির্ভরযোগ্য সেবা নিশ্চিত করা এবং মধ্যস্বত্বভোগীমুক্ত সরাসরি বুকিংয়ের সুযোগ সৃষ্টি করা। দর্শনার্থীরা বিভিন্ন এজেন্সির প্যাকেজ তুলনা, চুক্তি ও আর্থিক তথ্য জানতে পারবেন। হাবের মতে, সরকার ও হাবের যৌথ উদ্যোগে হজ ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও সেবার মান আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। আয়োজিত তিন দিনব্যাপী ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫’ শুরু হবে ১৪ আগস্ট রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। চলবে ১৬ আগস্ট পর্যন্ত।
Discussion about this post