ঢাকা: হজযাত্রীর ৩ কোটি টাকা আত্মসাৎ করার ঘটনায় এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়াকে (৫০) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৪ আগস্ট) সকালে র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি জানান, রাজধানীর কুড়িল এলাকার সাজিদ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এজেন্সির মালিক অহিদুল আলম ভূঁইয়া। চলতি বছর হজ পালনে সৌদি আরবে পাঠানোর জন্য তিনি এবং তার ছেলে সাজিদুল ইসলাম ও শ্যালক মো. শফিকুল ইসলাম ৪৪ জন হজ প্রার্থীর কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নেন। কিন্তু হজে না পাঠিয়ে প্রায় তিন কোটি টাকা প্রতারণামূলকভাবে আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান তিনি। শিহাব করিম জানান, হজের টাকা আত্মসাতের অভিযোগে এজেন্সির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় পাঁচের অধিক মামলা করা হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল র্যাব-৯ এর তথ্য সহায়তায় রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে অহিদুল আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করে। তিনি আরো জানান, অহিদুল আলম প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। মামলা হওয়ার পর থেকে গ্রেপ্তার এড়াতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Discussion about this post