কুমিল্লা প্রতিনিধি: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় তিন প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আরও দুই বাংলাদেশি আহত হন। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিনজনের বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জে। নিহতরা হলেন- কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নং ঝলম দক্ষিণ ইউনিয়নের মির্জাপুর গ্রামের খলিফা বাড়ির সৌদি প্রবাসী আবুল কাশেমের ছেলে ফারুক হোসেন (১৯) ও পারভেজ হোসেন (১৭) এবং একই বাড়ির খোদেজা বেগমের ছেলে সাদ্দাম হোসেন (১৮)। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন কাশেমের ছোট ভাই সুমন এবং তার ভাগিনা ও একই উপজেলার সাতপুকুরিয়া গ্রামের মৃত জাফর আহম্মদের ছেলে রুবেল।
Discussion about this post