নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের আবদুল্লাহ মিয়ারহাট বাজারে সড়ক দুর্ঘটনায় আহত অষ্টম শ্রেণির ছাত্র জিহাদুল ইসলাম তাওহীদ (১৩) চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। শনিবার ভোরে তার মৃত্যু হয়। এরআগে গত ১৫ জুলাই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধুসহ আহত হয় জিহাদুল ইসলাম তাওহীদ। পরে তাওহীদের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নিহত জিহাদুল ইসলাম তাওহীদ পশ্চিম চরজব্বার গ্রামের আবুল হাশেম সমাজের মোহাম্মদ আরিফের ছেলে। সে আবদুল্লাহ মিয়ারহাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। জানা গেছে, গত ১৫ জুলাই দুই বন্ধুকে নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে আহত হয় জিহাদুল ও তার দুই বন্ধু। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাওহীদের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জিহাদুল। অপর দুই বন্ধু ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মৃতদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post