আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে শুক্রবার রাতে এক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়া, দুর্ঘটনায় তাদের আরও তিন বন্ধু আহত হয়েছেন। নিউ জার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানায়, হতাহতরা একটি পিচে ছিলেন, তার সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনাস্থলেই শাহরিয়ারের মৃত্যু হয়। আর পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পথে শাকিল মারা যায়। নিহতরা হলেন, বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯) এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯)। আর আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)। নিহত শাহরিয়ারের বাড়ি সিলেট এবং শাকিলের বাড়ি পাবনা। জানা যায় হতাহত তরুণরা গত বছর প্যাসেইক কাউন্টি টেকনিক্যাল ইন্সটিটিউট থেকে গ্র্যাজুয়েশন করে। ৫ বন্ধু মিলে একটি দোকানে আইসক্রিম কিনতে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়ে।
Discussion about this post