ফুলতলা(খুলনা) প্রতিনিধি: খুলনার ফুলতলা উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে মিনহাজ হাসান রাজ (১৭) এবং তজিবুর রহমান শাদাত (১৮) নামে দুই যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর উপজেলার রাড়ি পাড়া হাইওয়েতে এ দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, নিহত দুইজন যশোরের বাসিন্দা। তারা সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোটরসাইকেল যোগে রাড়িপাড়া অতিক্রম করছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘাতক ট্রাক তাদের শরীরের ওপর দিয়ে উঠে যায়। মোটরসাইকেল চালক ও আরোহীর মাথা ও কোমরের ওপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। নিহত দুইজনের লাশ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। ফুলতলা থানার অফিসার ইনচার্জ মো. ইলিয়াজ তালুকদার জানান, নিহতরা ফুলতলা উপজেলার বেগুনবাড়িয়া গ্রামের মোশারেফ শেখের ছেলে মিনহাজ হাসান রাজ ও অভয়নগর উপজেলার তালতালা সিরাজকাটি গ্রামের রাজিবুল ইসলাম সর্দারের ছেলে তাজ বিকুর রহমান শাহাত। নিহত দুইজনই আকিজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের ছাত্র। পরে হাইওয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটর সাইকেল জব্দ করে।
Discussion about this post