আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জম্মু ও কাশ্মীরের বাগ জেলায় একটি সড়ক দুর্ঘটনায় নয় সেনা নিহত ও চার সেনা গুরুতর আহত হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এ তথ্য জানায়। সেনাবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বাগ জেলার সুজাবাদে ওই সেনারা নিয়মিত টহল দিচ্ছিল। সেসময় তাদেরকে বহনকারী একটি ট্রাক খালে পড়ে যায়। তখনই দুর্ঘটনার ঘটনা ঘটে। আহতদের রাওয়ালপিন্ডিতে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর নিহতদের জানাজা মংলা গ্যারিসনে অনুষ্ঠিত হয়েছে। শিগগিরই নিহতদের লাশ তাদের আত্মীয়-স্বজনের কাছে পাঠানো হবে বলে জানানো হয়। এছাড়া, পরিপূর্ণ সামরিক মর্যাদায় তাদের লাশ দাফন করা হবে। জম্মু-কাশ্মীরের প্রধানমন্ত্রী সরদার তানভীর ইলিয়াস সেনাদের হতাহতের ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছেন। টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘তারা সবচেয়ে কঠিন এবং রুক্ষ ভূখণ্ডে তাদের কর্তব্য পালনের সময় এই মর্মান্তিক দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। তারা এমন একটি দায়িত্ব পালন করছেন যা আমাদেরকে বাড়িতে নিরাপদ রাখে এবং সুরক্ষা নিশ্চিত করে।’ তিনি আরও বলেন, ‘আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং আহত সেনাদের দ্রুত আরোগ্য দান করুন। শোকাহত পরিবার এবং পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আমার সমবেদনা।’
Discussion about this post