চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে কেরু এন্ড কোম্পানীর নিরাপত্তাকর্মী আবু সিদ্দিক (৫০) নিহত হয়েছেন। শনিবার রাত ২ টার দিকে দর্শনা থানা পুলিশ আহতকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আবু সিদ্দিক দর্শনা পৌর এলাকার শ্যামপুর গ্রামের মাঝের পাড়ার মৃত দাউদ মন্ডলের ছেলে। নিহত পরিবারের বরাত দিয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর জানান, শনিবার রাত সাড়ে ১১ টার দিকে আবু সিদ্দিক জরুরি কাজে মোটরসাইকেল নিয়ে দর্শনা শ্যামপুরের বাড়ী থেকে গ্রামের বাড়ি কুড়ুলগাছি যাচ্ছিলেন। এ সময় দর্শনা পুরাতন বাজারে পৌঁছালে তিনি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা মেরে গুরুত্বর আহত হন। রাতেই জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে তাকে উদ্ধার করা হয়। আহতকে দ্রুত সদর হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাদের তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি ও ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর হয়েছে।
Discussion about this post