বিনোদন ডেস্ক: ২৩ বছর বয়সী অঞ্জলি ভারমোরা নামে ভারতীয় এক মডেল আত্মহত্যা করেছেন। গত শনিবার নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে তার মৃত্যু আত্মহত্যা বলেই ধরে নিয়েছে পুলিশ। তার বাড়ি ভারতের গুজরাট রাজ্যের সুরাট শহরে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে জানা যায়, সুরাতের আঠওয়া এলাকার বাসিন্দা ছিলেন অঞ্জলি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ছিল আত্মহত্যা করেছেন সেই তরুণী। সেই সঙ্গে তদন্তকারীরা আরও অনুমান করেছিলেন, অঞ্জলি সম্ভবত অনেকদিন ধরে প্রবল মানসিক চাপে ছিলেন। হয়তো তার জেরেই এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে কোনও সুইসাইড নোট প্রাথমিক পর্যায়ে পুলিশ পায়নি। ময়নাতদন্তে পাঠানো হয় অঞ্জলির দেহ। তদন্ত শুরু করেছে গুজরাত পুলিশ। তরুণীর পরিবারের লোকজনদেরও জিজ্ঞাসাবাদ করেন পুলিশ। তরুণী মডেলের এমন মর্মান্তিক পরিণতির পিছনে কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে মৃত্যুর আগের দিন অঞ্জলি ইনস্টাগ্রামে একটি রিল পোস্ট করেছিলেন, যেখানে লেখা ছিল— ‘আজ বুঝলাম, আমি তোমার জন্য কিছুই না।’ এই রিলটি ছিল তার শেষ পোস্টগুলোর একটি। অন্য একটি রিলে তিনি লিখেছিলেন, ‘সবকিছু হারালেও ক্ষতি নেই, কিন্তু ভালোবাসা হারালে খুব ব্যথা দেয়।’ নিয়মিত ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে রিল ও ব্লগ পোস্ট করতেন অঞ্জলি। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা প্রায় ৩৭ হাজার। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, অঞ্জলি মানসিক চাপে ভুগছিলেন। তবে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।
Discussion about this post