ঢাকা: স্বাস্থ্যসেবা খাতে সংস্কারের লক্ষ্যে গঠিত কমিশন আজ সোমবার (৫ মে) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। ২০২৪ সালের ১৭ নভেম্বর গঠিত ১২ সদস্যের এই কমিশনের নেতৃত্ব দেন অধ্যাপক ডা. এ কে আজাদ খান। কমিশনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার ফেসবুকে জানান, এতে এমন কিছু সুপারিশ রয়েছে যা বাস্তবায়িত হলে স্বাস্থ্য খাতে মৌলিক পরিবর্তন আসবে। প্রস্তাবিত সুপারিশগুলোর মধ্যে রয়েছে—ওষুধ কোম্পানির প্রতিনিধি যেন আর সরাসরি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে দেখা করতে না পারেন এবং ই-মেইলের মাধ্যমে ওষুধ সংক্রান্ত তথ্য জানাতে হয়। এতে ঘুষ, উপহার লেনদেন কমবে এবং অপ্রয়োজনীয় ওষুধ ব্যবহারের প্রবণতা হ্রাস পাবে। এছাড়া, প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম বাধ্যতামূলক করার প্রস্তাবও থাকছে বলে জানা গেছে।
Discussion about this post