স্টাফ রিপোর্টার: রাজধানীর যাত্রাবাড়ী নবীনগর ঈদগাহ মাঠ এলাকার একটি বাসায় পারিবারিক বিষয় নিয়ে কাটাকাটির এক পর্যায়ে স্বামীর উপর অভিমানে মোছাঃ রোজিনা আক্তার (৩৮) নামে এক গৃহবধুর আত্মহত্যা। শনিবার(০৬ জানুয়ারি)সকালের দিকে এই ঘটনাটি ঘটে।অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল এগারোটার টার দিকে মৃত ঘোষনা করেন। নিহতের স্বামী মোঃ নজরুল ইসলাম জানান, পারিবারিক বিষয় নিয়ে সকালের দিকে আমার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অভিমান করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়।কিছুক্ষণ পরে সাড়া শব্দ না পেয়ে দরজা নক করলে দরজা না খুললে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখি গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলন্ত আছে।পরে দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরো জানান,আমাদের গ্রামের বাড়ি বি বাড়িয়া জেলার কসবা থানার আব্দুল মালেক মুন্সির কন্যা সন্তান।বর্তমানে, যাত্রাবাডীর নবীনগর ঈদগা মাঠ এলাকার ২১১ নম্বর বাসায় স্বামী নজরুল ইসলামের সাথে থাকতেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। তিনি আরো জানান,এই ঘটনায় স্বামী মোঃ নজরুল ইসলামকে আটক করে যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।
Discussion about this post