আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন ফেডারেল রিজার্ভের কর্মকর্তাদের কঠোর অবস্থানের ইঙ্গিত নতুন করে সুদের হার কমানোর আশা কমিয়ে দিয়েছে। এই হকিশ মন্তব্যের পর বিশ্ববাজারে বড় ধরনের সেল-অফ দেখা দেয়, যার প্রভাব পড়ে স্বর্ণের বাজারেও। শুক্রবার স্বর্ণের দামে প্রায় ৩ শতাংশ পর্যন্ত পতন হয়। খবর রয়টার্সের। স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্ক সময় দুপুরে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়ায় আউন্সপ্রতি ৪ হাজার ৯২ দশমিক ৭২ ডলার। সেশনের শুরুতে দাম ৩ শতাংশের বেশি কমে যায়। যদিও পুরো সপ্তাহে এই মূল্যবান ধাতুর দাম এখনো ২ দশমিক ৩ শতাংশ বেশি রয়েছে।ডিসেম্বর ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ২ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৯৪ দশমিক ২০ ডলারে লেনদেন শেষ করে।হাই রিজ ফিউচারসের মেটাল ট্রেডিং ডিরেক্টর ডেভিড মেজার বলেন, “ডিসেম্বরে ফেড রেট কাটের সম্ভাবনা কমে যাওয়ার ধারণাই স্বর্ণ ও রুপার বাজারে চাপ তৈরি করেছে।”ফেডের কঠোর সংকেতের পর বিশ্বজুড়ে শেয়ারবাজারে তীব্র পতন দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ইতিহাসের দীর্ঘতম সরকার বন্ধ থাকায় গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ডেটা অনুপস্থিত ছিল। ফলে আগামী মাসের নীতিনির্ধারণী বৈঠকের আগে ফেড ও বাজার উভয়ই অনিশ্চয়তায় পড়েছে।বিনিয়োগকারীরা আশা করেছিলেন, নতুন ডেটায় অর্থনীতির শ্লথতার ইঙ্গিত মিললে ডিসেম্বরেই সুদ কমাতে ফেডকে বাধ্য করা যাবে। তাতে স্বর্ণের চাহিদাও বাড়ত। তবে আরও বেশি নীতিনির্ধারক সতর্ক অবস্থানে যাওয়ায় সে আশা দুর্বল হয়ে গেছে।সিএমই গ্রুপের ফেডওয়াচ টুল অনুযায়ী, আগামী মাসে ২৫ বেসিস পয়েন্ট সুদ কমানোর সম্ভাবনা ৫০ শতাংশ থেকে নেমে প্রায় ৪৬ শতাংশে এসে দাঁড়িয়েছে।অর্থনৈতিক অনিশ্চয়তা ও নিম্ন সুদের পরিবেশে সাধারণত স্বর্ণ ভালো পারফর্ম করে। তবে বাজারে যখন মার্জিন কল ও জোরপূর্বক বিক্রি শুরু হয়, তখন স্বর্ণও রেহাই পায় না। সিটি ইনডেক্স ও ফরেক্স ডট কম-এর বিশ্লেষক ফাওয়াদ রাজাকজাদা বলেন, “মার্জিন বাঁচাতে ট্রেডাররা সব ধরনের অবস্থান বন্ধ করেন—এর আংশিক প্রভাবেই স্বর্ণের দামও কমেছে।” অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভার ২ দশমিক ৮ শতাংশ কমে আউন্সপ্রতি ৫০ দশমিক ৮৪ ডলারে নামলেও সাপ্তাহিক হিসাবে এখনো ৫ দশমিক ২ শতাংশ লাভে রয়েছে। প্ল্যাটিনাম ২ দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৪৭ দশমিক ৩০ ডলার এবং প্যালাডিয়াম ২ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৩৮৭ দশমিক ২৫ ডলারে নেমেছে। তবে দুই ধাতুই সপ্তাহ শেষে ঊর্ধ্বমুখী অবস্থানে রয়েছে।
























































Discussion about this post