ঢাকা: আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার দপ্তরে অনুষ্ঠিত জাতীয় পার্টির সংসদীয় দলের সভায় জাতীয় পার্টি দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা হিসেবে মনোনীত করেছে। এছাড়া দলটির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা ও মহাসচিব মজিবুল চুন্নুকে বিরোধী দলীয় চিফ হুইপ মনোনীত করা হয়েছে। এ তথ্য জানান জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু। দ্বাদশ সংসদে প্রধান বিরোধী দল কারা হবে সেই প্রশ্ন কয়েকদিন থেকে আলোচনায় ছিল। কারণ জাতীয় পার্টি নির্বাচনে মাত্র ১১টি আসনে জিতেছে। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীরা ৬২ আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করে। এমন পরিস্থিতিতে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে একটা মোর্চা গঠনের মাধ্যমে বিরোধী দল গঠনের কথাও শোনা যাচ্ছিল। আজ এ ব্যাপারে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, জাতীয় পার্টি বিরোধী দলের আসনে বসছে, এটা নিশ্চিত। কার্যপ্রণালি বিধি অনুযায়ী অন্য কারো সংসদে বিরোধী দল হওয়ার সুযোগ নেই। তিনি জানান, সভায় এ মনোনয়নের সিদ্ধান্ত লিখিতভাবে সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে জানানোর সিদ্ধান্ত হয়েছে। তবে নিয়ম অনুযায়ী, জাতীয় পার্টির সংসদীয় দলের এই মনোনয়নের চিঠি পাওয়ার পর স্পিকার তাতে সম্মতি দিলে তবেই বিষয়টি কার্যকর হবে। অন্যথায় নয়। উল্লেখ্য জাতীয় সংসদে সরকারের বিরোধিতাকারী দলগুলো বিরোধী দল হিসেবে পরিচিত। বিরোধী দল হতে হলে ন্যূনতম কতজন সংসদ সদস্য থাকতে হবে, সেটি আইন বা জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধিতে উল্লেখ নেই। তবে স্পিকারের সম্মতিতে বিরোধীদল হওয়ার সুযোগ রয়েছে।
Discussion about this post