কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার- এই স্লোগানকে সামনে রেখে স্থানীয় সরকার দিবস উপলক্ষে কলাপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০সেপ্টেম্বর বিকাল ৪ টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পৌর শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ শেষে কামাল স্মৃতি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান মহিব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকুল আহসান,পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন, কলাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহবুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার প্রমুখ। আলোচনা সবার শেষে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ও পৌরসভার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ,সংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Discussion about this post