ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো পর্যন্ত আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছে বিএনপি নেতা ইশরাক হোসেন। আজ রোববার (১৫ জুন) নগর ভবনের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি। ইশরাক বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নিয়ে যে রায় এবং সেটিকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধা, এটার বিরুদ্ধে আমাদের আন্দোলন অবশ্যই চলমান থাকবে। এখান থেকে ফিরে আসার কোনো সুযোগ নাই। তিনি আরও বলেন, বর্তমানে স্থানীয় সরকার যে কাজ করছে, আমি মনে করি ভবিষ্যতে তারাই আইনি জটিলতায় পড়বে। বর্তমানে যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি শপথ ভঙ্গ করেছেন, সংবিধান লঙ্ঘন করেছেন। যে শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। ইশরাক বলেন, বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নির্দেশক্রমে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করেছে। এখন শপথগ্রহণ সম্পন্ন করা সরকারের দায়িত্ব। শপথ না পড়িয়ে আদালতকে ক্রমাগত অবমাননা করে যাচ্ছে সরকার।
Discussion about this post